শিরোনাম

দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি: র‍্যাব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, সম্প্রতি কিছু রাষ্ট্রবিরোধী অপশক্তি দেশে উগ্রবাদ ছড়ানোর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব অপশক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলে র‍্যাবের দাবি।

বুধবার র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাবের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব ও অনুষ্ঠান পালন করে থাকে। উগ্রবাদী চক্রগুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে র‍্যাব অঙ্গীকারবদ্ধ।

র‍্যাবের মহাপরিচালক জানিয়েছেন, জঙ্গিবাদ, উগ্রবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী চক্রগুলোর বিরুদ্ধে র‍্যাব সবসময় কঠোর অবস্থানে থাকবে। এছাড়া, গ্রেপ্তার হওয়া জঙ্গিরা জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে কি না, তা নজরদারির আওতায় রাখা হয়েছে। যদি কেউ পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তাকে আবার গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। র‍্যাব আগের মতোই জঙ্গিবাদ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • র‍্যাব
  •