পাঁচ মাস পর আবারও টেস্ট খেলতে নামছে ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ, আর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। এই সিরিজকে সামনে রেখে ভারতীয় দল ইতোমধ্যেই চেন্নাইয়ে অনুশীলন শুরু করেছে।
অনুশীলন শিবির ও কোহলির ফেরা
চেন্নাইয়ে গত শুক্রবার প্রথমবারের মতো অনুশীলনে নামেন ভারতের ক্রিকেটাররা। এর আগে লন্ডন থেকে সরাসরি চেন্নাই পৌঁছান দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ।
যশস্বী জয়সোয়ালের বোলিং কৌশল
এবারের অনুশীলনে বিশেষ এক কৌশল লক্ষ্য করা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দলের অন্যতম ব্যাটার যশস্বী জয়সোয়ালকে বোলিং অনুশীলনে দেখা গেছে। অনুশীলনের একটি ভিডিওতে দেখা যায়, জয়সোয়ালের লেগ স্পিন মোকাবেলা করছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। এই তিনজনকেই চেন্নাই টেস্টে দেখা যেতে পারে।
জয়সোয়াল এর আগে মাত্র ৯টি টেস্টে অংশ নিয়েছেন এবং মোটে ১ ওভার বল করেছেন। তবুও দলের ব্যাটসম্যানদের বল হাতে ভূমিকা রাখার নতুন নীতির আওতায় তাকে বোলিং অনুশীলনে দেখা গেছে।
ভারতীয় দলের নতুন কৌশল
ভারতের নতুন নীতি অনুযায়ী, ব্যাটারদেরও মাঝে মাঝে বল করতে হবে। গৌতম গম্ভীর ও রোহিত শর্মা এই নীতি চালু করেছেন, যাতে দলের গভীরতা বাড়ানো যায়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব ও রিংকু সিং এই কৌশল ব্যবহার করেছেন।
পিচ ও কৌশলগত প্রস্তুতি
জানা গেছে, চেন্নাইয়ে লাল মাটির পিচ ব্যবহার করা হবে, যা পেসারদের জন্য বিশেষ সুবিধা নিয়ে আসবে। সিরিজে স্পিনার হিসেবে দায়িত্ব সামলাবেন অশ্বিন ও জাদেজা, এবং তৃতীয় স্পিনার হিসেবে জয়সোয়ালের দিকে নজর দেওয়া হচ্ছে।