সাবেক পরিকল্পনামন্ত্রী এবং সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিক এই আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শান্তিগঞ্জের নিজ বাসা থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ শুক্রবার সকালে আদালতের নিরাপত্তা জোরদার করা হয় এবং এম এ মান্নানকে হেলমেট পরিয়ে আদালতে আনা হয়। আসামিপক্ষের আইনজীবীরা তার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে পাঠানোর আবেদন করেন। এসময় বাদী এবং আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল বিতর্ক হয়। আদালত পরে এই মামলার শুনানি দ্রুত বিচার আদালতে করার আদেশ দিয়ে মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মাসুক আলম জানান, গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রদের ওপর হামলার নির্দেশদাতা হিসেবে এম এ মান্নানকে আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়। ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলায় এম এ মান্নানসহ মোট ৯৯ জনকে আসামি করা হয়।