কর ফাঁকি দেয়া কারো জন্যই ছাড় থাকবে না বলে সতর্ক করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকির প্রবণতা রয়েছে, তবে এখন থেকে কেউ কর ফাঁকি দিয়ে রেহাই পাবে না।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধনের সময় আয়কর রিটার্ন জমা দেয়ার প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
আবদুর রহমান উল্লেখ করেন, করদাতারা যাতে দ্রুত ও মানসম্মত সেবা পান, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ডের সমস্ত লেনদেনকে ডিজিটাল করার প্রক্রিয়া চলছে এবং এ লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের কো-অপারেশন প্রধান মিশেল ক্রেজাও উপস্থিত ছিলেন। তারা সেন্টারটি পরিদর্শন করেন।
এর আগে, ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ওয়েবসাইট বড় পরিসরে চালু করা হয়। এনবিআর জানিয়েছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ দিনে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ২০ হাজার অতিক্রম করেছে।