ডোয়াইন ব্রাভো আগেই ঘোষণা দিয়েছিলেন, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৪ হবে তার শেষ টুর্নামেন্ট। তবে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ায় এই মৌসুমের বাকি অংশে আর খেলতে পারছেন না তিনি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
ব্রাভো ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কোচিং ক্যারিয়ারও শুরু করেছিলেন তিনি। যদিও আরব আমিরাতের আইএলটি–টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুমে খেলার পরিকল্পনা ছিল, তবে চোটের কারণে সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন।
অবসর নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে মেন্টর হিসেবে ঘোষণা করেছে। ২০২৫ সাল থেকে কেকেআরের মেন্টরের দায়িত্ব পালন করবেন তিনি, যেখানে তিনি গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত হবেন।
ইনস্টাগ্রামে নিজের অবসর ঘোষণায় ব্রাভো বলেন, “আমার হৃদয় চালিয়ে যেতে চায়, কিন্তু শরীর আর ধকল সহ্য করতে পারছে না। আমি এমন অবস্থানে নিজেকে রাখতে চাই না, যেখানে আমার দলের সতীর্থ, ভক্ত বা যে দলকে প্রতিনিধিত্ব করছি তারা আমার জন্য হতাশ হবে। তাই ভারাক্রান্ত হৃদয়ে আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করছি। আজ চ্যাম্পিয়ন বিদায় জানাচ্ছে।”
ব্রাভো, যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১২ ও ২০১৬) এবং ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, স্বীকৃত টি–টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক। ৫৮২ ম্যাচে ৬১৩ উইকেট নেওয়া ব্রাভো, সিপিএলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশেও শিরোপা জিতেছেন।
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজিগুলিতে দীর্ঘদিন রাজত্ব করা ব্রাভো তার অবসরের মাধ্যমে খেলাটিকে বিদায় জানালেন, কিন্তু নতুন পরিচয়ে আবার ফিরছেন মেন্টর হিসেবে।