শিরোনাম

পরিবর্তন হচ্ছে ব্যাংক নোটের নকশা, থাকছে না বঙ্গবন্ধুর ছবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

অন্তর্বর্তীকালীন সরকার ২০, ১০০, ৫০০ এবং ১,০০০ টাকার নতুন ব্যাংক নোট ছাপানোর ঘোষণা দিয়েছে। নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। বাজারে এই নোটগুলো আসতে দেড় বছরেরও বেশি সময় লাগতে পারে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, নোটগুলোর বর্তমান নকশা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নতুন নকশা করা হবে। প্রাথমিকভাবে চারটি নোট পুনঃনকশা করা হবে এবং পরবর্তীতে অন্যান্য নোটেও পরিবর্তন আনা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের নকশা প্রস্তাব জমা দিতে অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন নোটের সুনির্দিষ্ট নকশা প্রস্তাব পাঠাতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি এই নতুন নোটের নকশার মূল সুপারিশ করবে। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। কমিটিতে চিত্রশিল্পীরাও অন্তর্ভুক্ত আছেন, যারা নোটের নকশা নিয়ে কাজ করবেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো বাজারে ১, ৫, ১০ এবং ১০০ টাকার নোট চালু করা হয়েছিল, যেখানে প্রতিটি নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। বিভিন্ন সময়ে নোটের নকশা পরিবর্তন করা হলেও এখনো সব কাগুজে নোটে তার ছবি রয়েছে। ধাতব মুদ্রাগুলোরও একই অবস্থা।

তবে নতুন নোট বাজারে এলেও, বর্তমানের প্রচলিত সব নোট চালু থাকবে।

  • usharbani
  • ঊষারবাণী
  •