দুই মাসের চোট কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরে এলেও লিওনেল মেসির ফেরাটা জয়ে রাঙানো সম্ভব হয়নি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। নিকোলাস ওতামেন্ডির গোলে লিড পেলেও সলোমোন রন্দনের গোলে সমতা আনে ভেনেজুয়েলা।
মাতুরিনে অনুষ্ঠিত ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দেয়, যার ফলে মাঠের বেশির ভাগ অংশেই পানি জমে যায়। বৃষ্টির কারণে ম্যাচের শুরুতে আর্জেন্টিনার খেলা প্রভাবিত হয়, এবং ভেজা মাঠে খেলতে সমস্যা হয়। মেসি বলেন, ‘মাঠের অবস্থা খুবই কুৎসিত ছিল, ফলে টানা পাস খেলতে পারিনি।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। মাঠের অবস্থার কারণে খেলাটি কঠিন হয়ে পড়েছিল।’
মেসি চোট থেকে ফিরে দলে যোগ দেওয়ায় খুশি হলেও ম্যাচের ফল নিয়ে অসন্তুষ্ট ছিলেন। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ বুধবার, বলিভিয়ার বিপক্ষে।