সাবেক অতিরিক্ত আইজিপি এবং বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামের ভারত পালানোর গুঞ্জন সম্পর্কে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন মনিরুল নিজেই। তিনি সোমবার (১৪ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি এখনো দেশে আছেন এবং রোববার রমনা এলাকার তার সরকারি বাসার সামনেও ঘুরে এসেছেন।
ভারতে পালানোর গুঞ্জন নিয়ে মনিরুল ইসলাম জানান, তার পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার কারণে দেশের বাইরে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তিনি এখনো দেশে আছেন এবং সুষ্ঠু তদন্ত হলে আত্মসমর্পণের ব্যাপারে তিনি আগ্রহী।
মনিরুল ইসলাম দীর্ঘ সময় ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দায়িত্ব পালন করেছেন এবং ডিএমপির মুখপাত্র থাকায় তিনি গণমাধ্যমে পরিচিত মুখ ছিলেন। ২০২১ সালে তিনি পুলিশের বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
৫ আগস্ট ক্ষমতার পরিবর্তনের পর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের ঘটনা ঘটলেও মনিরুল ইসলাম ফেসবুকে নিয়মিত সক্রিয় ছিলেন। সম্প্রতি তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় তিনি দিল্লিতে অবস্থান করছেন। এ প্রসঙ্গে মনিরুল ইসলাম বলেন, ২০২২ সালের মার্চে তিনি মালদ্বীপে গিয়ে দিল্লিতে দুই দিন ছিলেন, কিন্তু বর্তমানে তিনি দেশে আছেন।
আত্মসমর্পণ না করার বিষয়ে মনিরুল ইসলাম বলেন, তিনি জঙ্গিদের হত্যার হুমকির মধ্যে আছেন এবং যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন বলে ধারণা করছেন। তবে সুষ্ঠু ও পেশাদার তদন্ত হলে গ্রেপ্তার হতে তিনি রাজি আছেন এবং আত্মসমর্পণও বিবেচনা করছেন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল মনিরুল ইসলামের বিরুদ্ধে।