শিরোনাম

শিক্ষাবোর্ড সেরা রাজশাহী, দ্বিতীয় বগুড়া জেলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৮১ দশমিক ২৪ শতাংশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অলিউল আলম বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

ফলাফলে দেখা গেছে, রাজশাহী জেলার শিক্ষার্থীরা সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে, দ্বিতীয় স্থানে রয়েছে বগুড়া জেলা। এবছর ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে ভালো। ছাত্রীদের পাসের হার ৮৭ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২৪ হাজার ৯০২ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্রী ১৪ হাজার ৫৯৭ এবং ছাত্র ১০ হাজার ৩০৫ জন।

“রাজশাহী জেলায় পাসের হার ৮৯ দশমিক ১২ শতাংশ এবং ৭ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বগুড়া জেলায় পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যান্য জেলাগুলোর মধ্যে পাবনা, সিরাজগঞ্জ, এবং জয়পুরহাটও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।”

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম বলেন, “রাজশাহী শিক্ষা নগরী হিসেবে নিজের সুনাম ধরে রেখেছে এবং এখানকার শিক্ষার্থীরা সবসময় ভালো ফলাফল করছে।”

  • usharbani
  • ঊষারবাণী
  •