শিরোনাম

পেরুর জালে ব্রাজিলের হালি গোলের উৎসব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

ব্রাজিলের ভক্ত-সমর্থকরা অনেকদিন ধরেই তাদের দলের কাছ থেকে হৃদয় ছুঁয়ে যাওয়া ফুটবল উপহার পাননি। ২০২২ সালের বিশ্বকাপের পর থেকে সেলেসাওরা উত্থান-পতনের মধ্যে দিয়ে চলেছে। ব্রাজিলের ফুটবলে নতুন প্রজন্মের বিকাশও শুরু হয়েছে এই সময়ে। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মাঝেমধ্যে কোপা আমেরিকায় হতাশ করেছে। কিন্তু পেরুর বিপক্ষে বুধবারের ঘরের মাঠের পারফরম্যান্সে ব্রাজিলের ভক্তরা নিশ্চয়ই সন্তুষ্ট হবেন।

ব্রাজিল পেরুর জালে বল পাঠিয়েছে ৪ বার। রাফিনিয়া পেয়েছেন জোড়া গোল, দুটোই পেনাল্টি থেকে। বাকি দুটি গোল করেন আন্দ্রেয়াস পেরেইরা এবং লুইজ হেনরিক। ২০২৩ সালের সেপ্টেম্বরে বলিভিয়া ও পেরুকে হারানোর পর এবারই প্রথম টানা দুই ম্যাচে জয় পেল ব্রাজিল। যদিও কিছু ম্যাচে অপরাজিত ছিল, কিন্তু টানা দুই ম্যাচে জয় অধরা ছিল।

ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন না, এবং এন্ড্রিককে শুরুর একাদশে রাখা হয়নি। পেরুর বিপক্ষে রাফিনিয়া ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা। বার্সেলোনার হয়ে দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা এবার দেশের জার্সিতে সেই ফর্ম টেনে আনলেন। যদিও প্রথম গোলটা পেনাল্টি থেকে আসে।

৩৪ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। এর আগে, ২৪ মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত ভলি ক্রসবারে লেগে ফিরে আসে, নইলে হয়তো ব্রাজিলের গোল ব্যবধান আরও বাড়ত। ভাগ্য ভালো ছিল অন্য দিক থেকেও, কারণ ১১ মিনিটে পেরু গোল পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • পেরু
  • ব্রাজিল
  •