শিরোনাম

বাজারে অস্বস্তি, এক সপ্তাহে বেড়েছে ১২ পণ্যের দাম

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে। এমন কোনো পণ্য নেই যা এখন মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে রয়েছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে (৭-১৪ অক্টোবর) ১২টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল, পাম অয়েল, রাইস ব্র্যান অয়েল, আলু, ছোলা, পেঁয়াজ, রসুন, জিরা, দারুচিনি, ধনে, গরুর মাংস ও ডিম।

তথ্য থেকে জানা যায়, ডিমের দাম ডজনপ্রতি নতুন করে ১২ টাকা বেড়ে এখন ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে ডিমের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংস্থা অভিযান চালালেও কিছু ব্যবসায়ী ডিম বিক্রি বন্ধ রেখেছে, ফলে বাজারে ডিমের সংকট দেখা দিয়েছে।

এছাড়া খোলা সয়াবিন তেলের দাম এক সপ্তাহে লিটারপ্রতি ১ টাকা বেড়েছে, যা এক মাসে ৪ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আলুর দাম কেজি প্রতি ৫ টাকা, পেঁয়াজ ৫ টাকা এবং গরুর মাংসের দাম কেজি প্রতি ৫০ টাকা বেড়েছে। টিসিবির তালিকায় সবজির দাম উল্লেখ না থাকলেও বর্তমানে বেশির ভাগ সবজির দাম কেজি প্রতি ৮০ টাকা থেকে শুরু হয়ে কিছু সবজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, টিসিবির তথ্য অনুযায়ী, কিছু পণ্যের দাম কমেছে। এর মধ্যে রয়েছে মসুর ডাল, মুগ ডাল, আদা, এলাচি, খাসির মাংস, দেশি মুরগি এবং চিনি। তবে এসব পণ্যের দাম আগে থেকেই চড়া থাকায় সামান্য কমলেও তা সাধারণ মানুষের জন্য তেমন স্বস্তি বয়ে আনেনি।