প্রতি মাথা ৪,০০০ রুপি বিনিময়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফের সতর্ক নজরদারির কারণে। বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে এই অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বিএসএফ।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ৭৩তম ব্যাটালিয়নের সদস্যরা চার বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চারটি ভুয়া ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকরা ভুয়া আধার কার্ড ব্যবহার করে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিল। দালালের সহায়তায় তারা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। বিএসএফ জানায়, মঙ্গলবার বিকাল ৩টা ৩৫ মিনিটে বামনাবাদ সীমান্ত চৌকির কাছে পাঁচজন ব্যক্তিকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। বিএসএফ সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে তারা প্রতিরোধ করে। তবে বিএসএফের তৎপরতায় তারা আটক হয় এবং লম্বা ঘাসের মধ্যে লুকানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
গ্রেপ্তারকৃত ভারতীয় দালাল স্বীকার করেছে, সীমান্তে বাংলাদেশিদের প্রবেশে সহায়তা করতে তার জন্য ৪,০০০ রুপি প্রতি বাংলাদেশি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এদিকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা জানায়, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক দালালের মাধ্যমে তারা ভুয়া আধার কার্ড সংগ্রহ করেছিল এবং এর জন্য ১,০০০ টাকা করে দিয়েছিল। কাজের আশায় চেন্নাই যাওয়ার পরিকল্পনা করেছিল তারা। পরে তাদের আইনি প্রক্রিয়ার জন্য রাণীনগর থানায় হস্তান্তর করা হয়।