মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিভাজন আবারও চালু করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এই বিভাজন তুলে দেওয়া হয়েছিল। তবে, অন্তর্বর্তীকালীন সরকার নতুন শিক্ষাক্রমের এই সিদ্ধান্তসহ আরও কিছু পরিবর্তন করে আবারও মাধ্যমিকে বিভাগ বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন পুনরায় চালু হবে।
বুধবার মাউশি থেকে দেশের সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ বিষয়ে একটি নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন না রাখার যে নির্দেশনা জারি করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিভাগ বিভাজনও পুনরায় চালু থাকবে।
এ লক্ষ্যে দশম শ্রেণির জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হবে, যাতে শিক্ষার্থীরা এক বছরের মধ্যে তাদের শিক্ষাক্রম সম্পন্ন করতে পারে।
২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২০২৩ শিক্ষাবর্ষের মতোই বিভাগ বিভাজন, বিষয়ভিত্তিক নম্বর, মানবণ্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রযোজ্য হবে। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে অনুষ্ঠিত হবে।