দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডে তার জায়গা ছিল, তবে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। নিরাপত্তার কারণে সাকিবকে দেশে ফিরতে না দেয়ার পরামর্শ দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
রোববার (২০ অক্টোবর) সাকিবকে বিদায়ী টেস্ট খেলতে না দেওয়ার প্রতিবাদে সাকিবভক্তরা লং মার্চ করে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে হাজির হন। এ সময় তাদের বাধা দেয় সেনাবাহিনীর সদস্যরা।
রাস্তা অবরোধ করে সাকিবভক্তরা স্লোগান দিতে থাকেন, “মিরপুর না কানপুর? মিরপুর, মিরপুর।” এছাড়া, তারা দাবি করেন যে, সাকিবকে বিদায়ী টেস্টে খেলতে না দিলে বিসিবির সভাপতির পদত্যাগ করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন।