শিরোনাম

বকেয়া বেতনের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে শ্রমিকরা বাইপাইলে এসে মিছিল করেন। ঘটনাস্থলে শিল্প পুলিশ, জেলা পুলিশ এবং সেনাবাহিনী উপস্থিত রয়েছে।

শ্রমিকদের সাথে আলোচনা করেও তাদের সড়ক থেকে সরানো সম্ভব হয়নি। তারা জানিয়েছেন, বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

সকালের সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে অফিসগামী ও স্কুলগামী লোকজন চরম দুর্ভোগে পড়েছে। সড়কের তিন পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেছেন, গত তিন মাস ধরে তারা কোনো বেতন-বোনাস পাননি এবং কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তাদের প্রায় ৫২ কোটি টাকা বকেয়া রয়েছে এবং তারা অবিলম্বে বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।

একজন শ্রমিক জানান, “গত তিন মাস ধরে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। বাসা ভাড়া এবং দোকানে বাকি জমেছে। বেতন ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা কোনো কাজও খুঁজে পাচ্ছি না।”

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, “আমরা ঘটনাস্থলে আছি এবং মালিকপক্ষের সাথে আলোচনা চলছে। শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসন বা মালিকপক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় তারা আজও অবরোধ চালিয়ে যাচ্ছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • সাভার
  •