শিরোনাম

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ জন শিক্ষার্থী আটক হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয় এবং পরে দুইটি পুলিশের প্রিজনভ্যানে তাদের তোলা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে। তারা ৬ নম্বর ভবনের সামনে “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “উই ওয়ান্ট জাস্টিস”, “মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “তুমি কে আমি কে ছাত্র-ছাত্র” এবং “আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম” এই ধরনের স্লোগান দিতে শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন, তবে তারা সরে না গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং লাঠিচার্জ করে। এ সময় সচিবালয়ের ভিতরে কিছু শিক্ষার্থী আটকা পড়ে, এবং তাদের মধ্যে ৫৯ জনকে আটক করা হয়।

একজন শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, তারা বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রার্থনা করছেন এবং বিভিন্ন বোর্ডে হামলার বিচার দাবি করছেন। দাবি না মিটলে তারা সেখানে অবস্থান করতে থাকবেন।

এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে বিক্ষোভ করেন কিছু শিক্ষার্থী। সেই সময় তারা বলেন, কর্মসূচির সময় তাদের ওপর হামলা হয়েছে এবং কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে, বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা চেয়ারম্যানের কক্ষে এবং তার সামনে ভাঙচুর চালিয়েছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • শিক্ষার্থী
  • সচিবালয়
  •