শিরোনাম

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারি সিদ্ধান্ত নয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। বিএনপি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। অভ্যুত্থানের ফলাফল যাতে নষ্ট না হয়, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।” তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, শনিবার মির্জা ফখরুলসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বৈঠকে রাষ্ট্রপতি অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, বিএনপি আমাদের কথা শুনেছে এবং দলীয় ফোরামে আলোচনা শেষে তারা তাদের সিদ্ধান্ত জানাবে।

  • bnp
  • usharbani
  • মির্জা ফখরুল
  •