শিরোনাম

হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমের নাম ঘোষণা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শেখ নাইম কাসেম এর আগে হিজবুল্লাহর উপনেতা ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরায়েলের হঠাৎ হামলায় হিজবুল্লাহর তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হলে কে হবেন নতুন নেতা, তা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে কাসেমকে প্রধান হিসেবে ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে লক্ষাধিক মানুষ। গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ অক্টোবর থেকেই ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে, যার প্রতিক্রিয়ায় ইসরায়েলও পাল্টা হামলা শুরু করেছে। হিজবুল্লাহকে দমন করতে ইসরায়েল লেবাননে স্থল অভিযান এবং ব্যাপক বিমান হামলা চালাচ্ছে, এতে গোষ্ঠীটির প্রধানসহ অনেক সিনিয়র নেতা নিহত হয়েছেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • হিজবুল্লাহ
  •