শিরোনাম

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার, বাসায় মিলল কয়েক কোটি টাকা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাসা থেকে তিন কোটিরও বেশি টাকা, ডলার, ভারতীয় রুপি এবং অন্যান্য বৈদেশিক মুদ্রা, স্বর্ণের বার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার “২৯ অক্টোবর” রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান।

ওসি জানান, গ্রেপ্তারের সময় বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়া, উত্তরায় ছাত্র-জনতার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা তিনটি হত্যা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

নিরাপত্তারক্ষীদের মতে, সরকার পরিবর্তনের পর আব্দুস শহীদ উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসায় থাকতেন না। মঙ্গলবার আকস্মিকভাবে বাসায় ফেরার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

উল্লেখ্য, আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুরের সিদ্বেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ থেকে শুরু করে ধারাবাহিকভাবে বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সাতবার সংসদ সদস্য হন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

  • usharbani
  • আব্দুস শহীদ
  • ঊষারবাণী
  •