শিরোনাম

দেশে হাসিনার ফ্যাসিস্ট পার্টির কোনো জায়গা নেই: ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি: ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দলের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য প্রকাশ করেছে। তাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতিতে তাদের স্থান নেই। তবে, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করবে না।

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের শাসনামলে জনগণের স্বাধীনতা ছিল না, এবং তারা রাজনৈতিক ক্ষমতা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।

তিনি আরও জানান, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠিত হলে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হবে না। তবে সাজা ঘোষিত হলে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

ভারতের সহযোগিতার বিষয়ে ড. ইউনূস বলেন, “প্রতিবেশী হিসেবে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা উচিত,” ইঙ্গিত দেন যে, ভারতের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি।

  • usharbani
  • ঊষারবাণী
  • ড. ইউনূস
  • ফ্যাসিস্ট পার্টি
  • শেখ হাসিনা
  •