শিরোনাম

হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

আগামী বছর হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা হজের ব্যয় কমাতে সহায়ক হবে বলে রাজস্ব বিভাগ মনে করছে। এছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও বিমানবন্দর নিরাপত্তা ফির ওপরেও মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার এনবিআর এই বিষয়ে একটি আদেশ জারি করেছে। আগে সৌদি আরবগামী বিমান টিকিটে ৪ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হতো, যা এবার হজযাত্রীদের জন্য বাতিল করা হয়েছে।

এছাড়া সার্কভুক্ত দেশগুলোর টিকিটে ২ হাজার টাকা, সার্কের বাইরে অন্যান্য দেশে ৪ হাজার টাকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও তাইওয়ানের টিকিটে ৬ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হয়। আগামী ৪ জুন চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হজযাত্রীদের জন্য বিমান টিকিটের ওপর শুল্ক মওকুফ এটাই প্রথম নয়, এনবিআর পূর্বেও একাধিকবার এই শুল্ক প্রত্যাহার করেছে। সাধারণত এয়ারলাইনসের টিকিট বিক্রির সময়েই যাত্রীদের কাছ থেকে এই ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করা হয় এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • হজযাত্রী
  •