শিরোনাম

সাদপন্থিদের বিচারসহ ৯ দফা দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
সাদপন্থিদের বিচারসহ ৯ দফা দাবি

তাবলিগ জামাতের ইজতেমা নিয়ে বিতর্কিত আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দিলে, অন্তর্বর্তী সরকারকে দেশ ছেড়ে চলে যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাবলিগ জামাতের একাংশের নেতারা।

‘দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা ও দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ উলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক ইসলামি মহাসম্মেলনে এ সতর্কবার্তা দেওয়া হয়।

মঙ্গলবার এই মহাসম্মেলন থেকে নয় দফা দাবি ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়। বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ঘোষণাপত্র পাঠ করেন।

নয় দফা দাবিতে বলা হয়— তাবলিগ জামাত নিয়ে বিভ্রান্তি ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে। শিক্ষা সিলেবাসে বাধ্যতামূলক ধর্মশিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। বিগত সরকারের আমলে আলেমদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। ২০১৮ সালে টঙ্গীতে সাদপন্থিদের হামলার বিচারও করতে হবে। মাওলানা সাদকে এদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আলেমদের সমর্থিত বিশ্ব ইজতেমার দুটি পর্বেই সরকারের অনুমোদন দিতে হবে। কাকরাইল মসজিদ কেবল শুরা সদস্যদের অধীনে পরিচালিত হবে এবং কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে।

সম্মেলনে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আলেম-উলামা জমায়েত হন।

প্রধান আলেমরা বলেন, নকল কোনো তাবলিগ মানুষ গ্রহণ করবে না। নকল ধারার তাবলিগ বন্ধ করা সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদের সহায়তায় চলা এই নকল তাবলিগ বিভিন্ন সুবিধা নিচ্ছে এবং তারা অন্তর্বর্তী সরকারের আশপাশে ঘুরছে, যাদের প্রতিহত করা প্রয়োজন।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজত আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা খলিল আহমাদ কাসেমী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, মাওলানা নুরুল ইসলাম আদিব, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা রশিদুর রহমান, মাওলানা শায়খ জিয়াউদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, ফরিদাবাদের মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আরশাদ রহমানি, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা মুস্তাক আহমদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা আনোয়ারুল করীম, মুফতি মোহাম্মদ আলী, মুফতি মনসুরুল হক এবং মুফতি দেলাওয়ার হোসাইন প্রমুখ।

  • usharbani
  • ঊষারবাণী
  • তাবলিগ জামাত
  •