বলিউডের ভাইজান সালমান খানের পর এবার শাহরুখ খানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে ফোন করে অজ্ঞাত এক যুবক শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেছে।
হুমকির ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত সতর্ক অবস্থান নেয় এবং ফোনের অবস্থান যাচাই করে ছত্তিশগড়ে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, ফোনটির পেছনে ফয়জান নামে এক যুবক থাকতে পারে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে এবং এই ব্যক্তি কোনো সন্ত্রাসী সংগঠন, বিশেষ করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ আরও খতিয়ে দেখছে, সালমান খানকে দেওয়া হুমকির সঙ্গে শাহরুখের এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি না।
প্রতি বছর জন্মদিনের রাতে শাহরুখ খান তার বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান। কিন্তু এ বছর, অন্যান্য বছরের মতো ভক্তদের ভিড় সত্ত্বেও তিনি সামনে আসেননি। এবার মান্নাতকে কঠোর নিরাপত্তার বলয়ে আচ্ছাদিত রাখা হয়, এবং বাড়ির সামনে বেশি ভিড় না হওয়ার জন্য মুম্বাই পুলিশ সতর্ক নজরদারি করে।
পরে সন্ধ্যায় একটি বিশেষ অনুষ্ঠানে শাহরুখ কিছু ভক্তের সঙ্গে দেখা করেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনার কথা মুম্বাই পুলিশ আগে থেকেই শাহরুখকে জানিয়েছিল এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। জন্মদিনে নিরাপত্তা নিশ্চিত করায় মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খান মান্নাতের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জন্য খাবারের বক্স পাঠান এবং একটি ধন্যবাদ বার্তা লেখেন।
তবে এটি শাহরুখের প্রথমবারের হুমকি নয়। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ‘পাঠান’ এবং ‘জওয়ান’ ছবির সাফল্যের পরও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ওই সময় মুম্বাই পুলিশ তাকে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করে, যার অধীনে ছয়জন সশস্ত্র নিরাপত্তা সদস্য ২৪ ঘণ্টা তাকে ঘিরে রাখতেন।