শিরোনাম

সাড়ে ১০ ঘণ্টা ব্যাট করে অমিতের ডাবল সেঞ্চুরি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ব্যাটিং অমিতের ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগে অমিতের সাড়ে দশ ঘণ্টার ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে খুলনার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন সিলেটের ব্যাটসম্যান অমিত হাসান। এর আগে ৭টি সেঞ্চুরির অভিজ্ঞতা থাকা ২৩ বছর বয়সী অমিত এবার নিজের আগের সব কীর্তি ছাড়িয়ে গেছেন। সাড়ে দশ ঘণ্টা ব্যাট করে তিনি ৪৫৫ বলে ১৮ চার ও ১ ছক্কায় ২১৩ রানের অসাধারণ ডাবল সেঞ্চুরি তুলে নেন।

এই ম্যাচে সিলেটের হয়ে প্রথম সেঞ্চুরি তুলে নেন আসাদুল্লা আল গালিব। অমিত ও গালিবের অনবদ্য ব্যাটিংয়ে সিলেট দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেটে ৪৯৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। নিজেদের প্রথম ইনিংসে খুলনা ২ ওভারে ৩ রান করে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে।

কক্সবাজার একাডেমি মাঠে অমিত ও গালিব মিলে ৫০৭ বলে গড়েছেন ২৫১ রানের জুটি। গালিব ২৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১১৫ রান করেন। অমিতের ডাবল সেঞ্চুরি চলতি মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরি। এছাড়া ইনজুরি থেকে ফিরে দীর্ঘদিন পর স্বীকৃত ক্রিকেটে বোলিং করেন সিলেটের এবাদত হোসেন।

অন্যদিকে, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালকে ৩১৮ রানে অলআউট করে চট্টগ্রাম নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০২ রান তুলে নেয়। এখনও তারা ১১৬ রানে পিছিয়ে আছে। চট্টগ্রামের হয়ে শাহাদাত হোসেন (৬৪*) ও ইয়াসির রাব্বি (৮১*) হাফ সেঞ্চুরি করেন। বরিশালের পক্ষে মইন খান করেন সর্বোচ্চ ৭৭ রান, আর চট্টগ্রামের আশরাফুল হাসান ৪ উইকেট নেন।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী ও রংপুরের মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রথম ইনিংসে উভয় দলই ১৮৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে রংপুর দিনশেষে ৪ উইকেটে ৮৩ রান তোলে, আর ম্যাচে এখন ফল আসার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত।

এদিকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে ঢাকার সংগ্রহ দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৫৪ রান, ৩০৪ রানের জবাবে ঢাকা ৫০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে।

  • অমিত হাসান
  • জাতীয় ক্রিকেট
  • ডাবল সেঞ্চুরি
  •