শিরোনাম

ট্রাম্পের বিরুদ্ধে বড় বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ট্রাম্পের বিরুদ্ধে বড় বিক্ষোভ 

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নারীদের প্রজনন অধিকার হুমকির মুখে পড়া এবং ট্রাম্পের অভিবাসননীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শনিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মানুষ বিক্ষোভে অংশ নেন। এই বিক্ষোভের মাধ্যমে তারা ট্রাম্পকে এসব নীতি পরিবর্তনের আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসননীতি এবং নারীদের অধিকার নিয়ে ট্রাম্পের অবস্থানের প্রতিবাদ করেন। নিউ ইয়র্ক, সিয়াটলসহ বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ জমায়েত হন। নিউ ইয়র্কে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপের কর্মীরাও ছিলেন, যারা অভিবাসন ইস্যুতে ন্যায়বিচারের দাবি জানান এবং অভিবাসীদের তাড়ানোর বিরুদ্ধে অবস্থান নেন।

নিউ ইয়র্কে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। তাদের হাতে ছিল, ‘আমরা আমাদের রক্ষা করব’, ‘প্রেসিডেন্ট, নারীদের স্বাধীনতার জন্য আর কত অপেক্ষা করবেন’, এবং ‘আমরা পিছু হটব না’—এমন নানা স্লোগান।

ওয়াশিংটন ডিসিতে হেরিটেজ ফাউন্ডেশনের সামনে একই ধরনের বিক্ষোভে উইমেন্স মার্চের কর্মীরাও অংশ নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ছিল, ‘ভালো আচরণের নারীরা ইতিহাস গড়ে না’, ‘আপনারা কখনোই একা নন’, এবং ‘যেখানে আমার পছন্দের অধিকার নেই, সেখানে কীভাবে আমার স্বাধীনতা আছে?’ এছাড়াও তারা ‘আমরা বিশ্বাস করি, আমরা জয়ী হব’ স্লোগানে মুখরিত ছিলেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • ডোনাল্ড ট্রাম্প
  •