জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং মোহাম্মদ আশরাফুল। টুর্নামেন্টটি জেলা বিএনপির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, এবং এটি বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগে আয়োজিত ১০টি খেলায় বিস্তৃত থাকবে। চূড়ান্ত পর্বটি আগামী ২০২৫ সালের ১৯ জানুয়ারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রায় ১৬ বছর পর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হওয়ায় দর্শকদের প্রচুর সমাগম দেখা যায়। ধারণক্ষমতা ১৮ হাজারের বেশি হওয়ায় স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এবং বগুড়ার ফুটবলার শহীদ চান্দুর বড় ভাই, শিবগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ সেলিমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রথম খেলাটি রাজশাহীর লাল দল এবং সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাটিং নিয়ে রাজশাহী লাল দল ২০ ওভারে ১৩৯ রান সংগ্রহ করে। জয়ের লক্ষ্যে মাঠে নামা সবুজ দল শুরু থেকেই উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত ১৮ দশমিক ৪ ওভারে ১০৫ রানেই অলআউট হয়ে যায়। ফলে রাজশাহী লাল দল ৩৪ রানের ব্যবধানে জয় লাভ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হাসান চন্দনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য সচিব এবং সাবেক ক্রিকেটার দেবব্রত পাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সৈয়দ আহসানুল তৈয়ব জাকির, মীর শাহে আলম, অ্যাডভোকেট হামিদুল হক হিরু এবং কেএম খায়রুল বাশার প্রমুখও উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু জানান, সারাদেশের বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগ থেকে ২০টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-২০ ফরম্যাটে আয়োজিত এ টুর্নামেন্টের প্রথম পর্ব শেষে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি উত্তর ও দক্ষিণের দুটি দলকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব আয়োজন করা হবে।
উদ্বোধনী এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে টি-স্পোর্টস। উল্লেখযোগ্য যে, প্রায় ১৮ হাজার দর্শকের ধারণক্ষমতা সম্পন্ন শহীদ চান্দু স্টেডিয়ামে টিকিট ছাড়াই অসংখ্য দর্শক খেলা উপভোগ করেছেন, যা এই টুর্নামেন্টের প্রতি সাধারণ মানুষের আগ্রহের একটি উল্লেখযোগ্য প্রমাণ।