শিরোনাম

শিক্ষা ভবন ঘেরাও জবি শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
শিক্ষা ভবন ঘেরাও জবি শিক্ষার্থীদের

“জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি সহ তিন দফা দাবিতে এবং ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু করেছে।”

সোমবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এই পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রার সময় শিক্ষার্থীরা “আমি কে, তুমি কে, জবিয়ান, জবিয়ান,” “মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস,” এবং “অধিকার না অন্যায়, অধিকার, অধিকার” “সহ বিভিন্ন স্লোগান দেন।”

আন্দোলনের সংগঠক একেএম রাকিব জানান, তারা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেবেন এবং তিন কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করবেন।

শিক্ষার্থীদের তিনটি মূল দাবি হলো:

  1. স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে দুর্নীতির অভিযোগে আইনের আওতায় আনা এবং সেনাবাহিনীর দক্ষ একজন অফিসারকে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া।
  2. শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের ব্যাপারে সুস্পষ্ট রূপরেখা দেওয়া (অগ্রাধিকার ভিত্তিতে হল নির্মাণ)।
  3. বাকি ১১ একর জমি দ্রুত অধিগ্রহণ এবং পুরোনো ক্যাম্পাস সংক্রান্ত সকল অনৈতিক চুক্তি বাতিল।

“এদিকে, গত ৭ নভেম্বর ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি সুবিধা প্রদানের লক্ষ্যে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প সংশোধনের প্রস্তাব দেয়, যার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাইলট প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।”

আন্দোলনের মুখপাত্র শিক্ষার্থী তৌসিব মাহমুদ সোহান জানান, তারা তিন দিনের আলটিমেটাম দেবেন এবং হিট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে আজকের মধ্যে লিখিত আশ্বাস চান।

শাখা ছাত্র শিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ সম্পন্ন করার জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে এবং হিট প্রকল্পে জবিয়ানদের অগ্রাধিকার দিতে হবে।