শিরোনাম

গাজীপুরে তিনদিন পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
গাজীপুরে তিনদিন পর মহাসড়ক ছাড়ল শ্রমিকরা

টানা তিনদিন পর গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে করা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন। এর ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার (৯ নভেম্বর) সকাল থেকে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টিএনজেড গ্রুপের শ্রমিকরা সড়কে নেমে আসেন। রোববার রাতেও শ্রমিকরা বাসায় ফেরেননি এবং সোমবার দুপুরে তারা আবারো গাজীপুর নগরের কলম্বিয়া গার্মেন্টস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।

টানা তিন দিনের অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। গণপরিবহন না চলায় অনেক কর্মজীবী মানুষ পায়ে হেঁটে অফিসে যেতে বাধ্য হন।

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং ঢাকামুখী গাড়িগুলো বিকল্পপথ ব্যবহার করার চেষ্টা করে, তবে অধিক গাড়ির কারণে সেসব রাস্তায়ও যানজটের সৃষ্টি হয়।

শুধুমাত্র টিএনজেড গ্রুপের এই কারখানার শ্রমিকরাই আন্দোলনে অংশ নেন, শিল্পনগরীর অন্যান্য পোশাক কারখানায় শ্রমিকরা যথারীতি সকালে কাজে যোগ দেন।