প্রবাসী লাউঞ্জ উদ্বোধন: বিমানবন্দরে সম্মানিত অতিথির মতো সেবা পাবেন প্রবাসীরা – ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যাতে বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পান, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ (প্রবাসী লাউঞ্জ) উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
প্রবাসীদের উদ্দেশ্যে ড. ইউনূস বলেন, “আজ প্রবাসী লাউঞ্জ উদ্বোধনের মাধ্যমে প্রবাসীদের প্রাপ্য সম্মান দেওয়ার প্রথম পদক্ষেপ নেওয়া হলো। আশা করছি, এ ধরনের আরও পদক্ষেপ নেওয়া হবে যাতে প্রবাসীরা দেশে ফিরে শান্তি ও সম্মানের অনুভূতি পান, যেন মনে করেন তারা অতিথির মতো সম্মান পাচ্ছেন।”
ড. ইউনূস আরও বলেন, “প্রবাসীরা যে কষ্টার্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন, সেটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে দুর্ভাগ্যবশত, কিছু অর্থ বিদেশে পাচার হচ্ছে, যা আমাদের জন্য হতাশাজনক। আমাদের নিশ্চিত করতে হবে যে দেশের সম্পদ দেশেই থাকে এবং দেশের উন্নয়নে কাজে লাগে।”
প্রবাসীকর্মীদের “দেশ গড়ার কারিগর” হিসেবে অভিহিত করে তিনি বলেন, “প্রবাসীরা শুধু অর্থ উপার্জনই করছেন না, বরং দেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তাদের অবদান ছিল বড়। এই লাউঞ্জ তাদের যাত্রা সহজ ও আরামদায়ক করবে।”
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, “আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা ছিল, কে তাড়াতাড়ি প্রবাসী লাউঞ্জ চালু করতে পারে। বিমানবন্দরের অভিজ্ঞতা থেকে আমরা প্রবাসীদের ভোগান্তি বুঝতে পেরেছি। এই লাউঞ্জ তাদের স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করবে।”