গত ২৬ অক্টোবর ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালায় ইসরাইল, যাতে চারজন ইরানি সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। এরপর থেকেই ইরান ইসরাইলকে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে।
মঙ্গলবার, ইংরেজি ভাষায় প্রকাশিত এক ভিডিও বার্তায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, ইরান যদি ইসরাইলে আক্রমণ চালানোর চেষ্টা করে, তাহলে ইসরাইল তাদের অর্থনীতিকে ‘অচল’ করে দেবে। তিনি ইরানি জনগণকে আহ্বান জানান, তারা যেন কল্পনা করে যে, আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের বাইরে তাদের জীবন কতটা উন্নত হতে পারে। নেতানিয়াহুর দাবি, ইরানি শাসকগোষ্ঠী সাধারণ জনগণকে বিপদে ফেলছে।
ইরানি জনগণের উদ্দেশ্যে এটা ছিল নেতানিয়াহুর কয়েক মাসের মধ্যে দ্বিতীয় বক্তব্য। এর আগে, ১ অক্টোবর ইরানকে ইসরাইলি আক্রমণের মাত্র দুদিন আগে তিনি প্রথমবারের মতো এমন বক্তব্য দেন।
নেতানিয়াহু বলেন, “কয়েক সপ্তাহ আগে, আমি সরাসরি ইরানের জনগণের সাথে কথা বলেছিলাম। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ, এমনকি ইরানেও অনেকে সেই ভিডিওটি দেখেছেন। এরপর অনেক ইরানি ইসরাইলের সাথে যোগাযোগ করেছে। তাই আজ, আমি আবার ইরানের জনগণকে সম্বোধন করতে চাই।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরান ইসরাইলে হামলা চালায়, তবে এর ফলে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে এবং জনগণের কষ্ট আরও বাড়বে। তিনি উল্লেখ করেন, ১ অক্টোবর ইরানকে লক্ষ্য করে ইসরাইলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেহরান প্রায় ২.৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা ইরানি জনগণের অর্থ।
ইরানের জনগণের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, “কল্পনা করুন, যদি ইরান স্বাধীন হয়, আপনার জীবন কীভাবে বদলাতে পারে। আপনাকে আর ভয় পেতে হবে না, মুক্তভাবে নিজের মত প্রকাশ করতে পারবেন এবং কারাগারে পাঠানোর শঙ্কা ছাড়াই রসিকতা করতে পারবেন।”
তিনি আরও বলেন, “ধর্মান্ধ ইরানি সরকার জনগণের উন্নতির জন্য কিছু না করে ইসরাইলকে আক্রমণের জন্য প্রচুর অর্থ ব্যয় করছে।”
আক্রমণের সম্ভাবনা সম্পর্কে নেতানিয়াহু বলেন, “আবার ইসরাইলে আক্রমণ করলে এটি আপনাদের আরও অনেক বিলিয়ন ডলার ক্ষতির কারণ হবে।” তার এই সতর্কতার অর্থ হলো, ইরান তৃতীয়বার আক্রমণ করলে ইসরাইল ইরানের অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে প্রস্তুত।