ইসরায়েলের ওপর আবারও বড় ধরনের হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যারা লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলছে। এই খবর দিয়েছে আলজাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, দেশের দক্ষিণে একটি স্থল অভিযানের সময় আরও ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দুই পক্ষই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। গত দেড় মাসে লেবাননে সংঘর্ষে ইসরায়েলের মোট ৪৭ সেনা প্রাণ হারিয়েছে।
হিজবুল্লাহর দাবি, বুধবার অন্তত ২৩টি হামলা চালানো হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে। সাসা, কিয়ারাসহ বিভিন্ন সামরিক ঘাঁটিকে তারা টার্গেট করেছে এবং হাইফা থেকে ৪৫ কিলোমিটার দূরেও হামলার ঘটনা ঘটেছে।
বুধবার প্রায় পুরোদিন জুড়েই ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, যার ফলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যান। তেল আবিব জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া বেশিরভাগ মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়েছে।