শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ মাস আগে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ির চাপ দ্বিগুণ থেকে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ এবং এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়ক দুই লেনে হওয়ায় এবং চালকদের নিয়ম মেনে না অনস্যান ওভারটেকিংের ফলে এই ১৩ কিলোমিটার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাতের গভীর থেকে থেমে থেমে যানজট শুরু হয়েছে এবং কিছু সময় ধীর গতিতে যানবাহন চলাচল করতে হচ্ছে। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে। ঈদ যাত্রার সময়ে এই ১৩ কিলোমিটার সড়কে যানজটের আশঙ্কা উঠছে চলাচলকারী যাত্রীদের, চালকদের এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে।
বৃহস্পতিবার ভোর সকাল থেকে যানবাহনের চাপ এ মহাসড়কে বাড়তে থাকে। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেনের পর যানবাহন যখন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই লেনে প্রবেশ করে, তখন গতি কমে যায়। এতে যানবাহন ধীরগতিতে চলতে হয়। ১০ মিনিটের রাস্তা পার হতে ঘন্টা খানিক সময় লাগে। এ কারণে যাত্রীদের দুর্ভোগ প্রায়শই হতে হয়।
হানিফ পরিবহনের চালক সুমন মিয়া বলেন, গতকাল সোমবার ঢাকা থেকে বগুড়া গিয়েছিলেন। তবে তাঁর সঙ্গে কোনো যানজট ঘটেনি। কিন্তু আজ ভোরে রওনা নেয়া থেকে এসে এলেঙ্গার পুংলীতে যানজটে পড়েছেন। বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়কে যানজট হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক (উত্তর) রফিকুল ইসলাম সরকার বলেন, মহাসড়কে পরিবহনের খুব চাপ রয়েছে। চার লেনের সকল যানবাহন যখন এলেঙ্গার পুংলিতে এসে দুই লেনের সড়কে প্রবেশ করে, তখন যানজট ঘটতে পারে। এতে পরিবহনগুলি খুবই ধীরগতিতে চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আাহসানুল কবির পাভেল জানান, সেতুর মাধ্যমে যতটুকু ফিটনেসবিহীন যানবাহন অততি কম আসবে, ততটুকু দুর্ঘটনা এবং যানবাহন বিকলতা হবে। এতে যানজটের আশঙ্কা প্রায়শই হ্রাস পাবে। সেতুর পাশে যতটুকু যানবাহন থাকবে, ততটুকু যানজটের আশঙ্কা থাকবে। এই কারণে চালকদের উপর ভাংতি টাকা দিয়ে টোল পরিশোধ করতে বিশেষ পরিমাণ সচেতনতা প্রতিষ্ঠান হচ্ছে। এতে সেতুর টোল পরিশোধ করতে পার্সেন্ট ভাংতি টাকার জন্য অপেক্ষা করতে হবে না। তাছাড়া, ঈদুল ফিতরের ন্যায় এবারও টোলবুথ বাড়ানো এবং মোটরসাইকেলের জন্য আলাদা টোলবুথ স্থাপন করা হচ্ছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বিবৃত করেছেন, ঈদুল আযহায় মহাসড়কে যানজটমুক্ত রাখতে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

  • ঊষারবাণী
  • টাঙ্গাইল
  • ঢাকা
  • বঙ্গবন্ধু সেতু
  • বাংলাদেশ
  •