শিরোনাম

ব্যাটিং দুর্দশায় হোয়াইটওয়াশ পাকিস্তান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ব্যাটিং দুর্দশায় হোয়াইটওয়াশ পাকিস্তান

পাকিস্তান ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাস অর্জন করেছিল এবং তারা আশাবাদী ছিল যে, এবার অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজেও পরাজিত করবে। তবে সেটা সম্ভব হয়নি। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটো ম্যাচ হারার পর সিরিজ হার নিশ্চিত হয়েছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের। অবশেষে, হোয়াইটওয়াশ এড়ানোর জন্য শেষ ম্যাচে পাকিস্তান হেরে যায় ৭ উইকেটে।

হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক সালমান আগা। সাদা বলের নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়।

তবে পাকিস্তান আরেকবার ব্যাটিংয়ে দুর্বলতার পরিচয় দেয়। টস জিতে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায়, এবং তারা সব উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে পারে।

ইনিংসের শুরুতে সাবেক অধিনায়ক বাবর আজম কিছুটা ভালো খেলার ইঙ্গিত দিয়েছিলেন। ২৮ বলে ৪১ রান করেন তিনি, যেখানে ছিল বেশ কয়েকটি চারের মার। কিন্তু দলের অন্যান্য ব্যাটাররা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। মোট ১১ ব্যাটারের মধ্যে বাবর আজম ছাড়া আর কেবল তিনজন দুই অঙ্কে রান করতে সক্ষম হন। অস্ট্রেলিয়ার পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন পেসার অ্যারন হার্ডি, এবং দুটি করে উইকেট শিকার করেন অ্যাডাম জ্যাম্পা ও স্পেনসার জনসন।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতে কিছুটা সমস্যায় পড়ে। তারা ৩০ রানে দুটি উইকেট হারায়। তবে ২৭ বলে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা মারতে সক্ষম হয়ে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন মার্কাস স্টয়নিস।

পাকিস্তানের পক্ষে তিন উইকেট ভাগাভাগি করে নেন শাহিন আফ্রিদি, জাহানদাদ খান ও আব্বাস আফ্রিদি।

  • usharbani
  • অস্ট্রেলিয়া
  • ঊষারবাণী
  • পাকিস্তান
  •