৪৬তম বিসিএসের ফল পুনঃপ্রকাশের সিদ্ধান্ত পিএসসির: বৈষম্য দূরীকরণের উদ্যোগ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তটি বৈষম্য দূরীকরণ ও প্রার্থীদের সমান সুযোগ প্রদানের লক্ষ্যে নেওয়া হয়েছে।
পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রথমবার প্রকাশিত হয় ৯ মে ২০২৪। এতে ১০,৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। তবে, সম্ভাব্য বৈষম্য দূর করতে এই সংখ্যা বাড়ানোর জন্য আরও প্রার্থীদের যোগ্য বিবেচনা করে পুনরায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪৪তম বিসিএসের ক্ষেত্রে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর ইতোমধ্যে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা বাতিল করেছে পিএসসি। বাকি ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়:
পিএসসি জানিয়েছে, ৪৬তম বিসিএসের নতুন ফল প্রকাশের তারিখ এবং ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি শিগগিরই জানানো হবে। প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট নিয়মিত পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে।