মেসি-রোনালদো বিতর্কে এগিয়ে মেসি: ডি মারিয়ার অভিজ্ঞতা
বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো গত দুই দশক ধরে ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ ছড়িয়েছেন। যদিও বর্তমানে তারা ইউরোপের বাইরে খেলছেন, তাদের সেই উজ্জ্বলতা কিছুটা কমলেও ভক্তদের মেসি-রোনালদো বিতর্ক থেমে নেই। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন আর্জেন্টিনার সদ্য অবসর নেওয়া তারকা আনহেল ডি মারিয়া।
ডি মারিয়া, যিনি রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে খেলেছেন এবং মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে একাধিকবার মাঠ মাতিয়েছেন, সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক জুয়ান পাবলো ভারস্কির পডকাস্টে মেসি-রোনালদো তুলনা নিয়ে তার মতামত প্রকাশ করেছেন। রোনালদোর সঙ্গে রিয়ালে খেলতে গিয়ে ছয়টি বড় শিরোপা জয় এবং মেসির সঙ্গে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা তাকে এই বিষয়ে বলার যোগ্যতা দিয়েছে।
ডি মারিয়া বলেন,
“মেসি ও রোনালদো দুজনই ইতিহাসের সেরা ফুটবলার। তবে সেরা হিসেবে মেসি অনেক এগিয়ে। এটি শুধুমাত্র তার আটটি ব্যালন ডি’অর জয়ের কারণে নয়, বরং তার প্রাকৃতিক প্রতিভার জন্য। রোনালদো কঠোর পরিশ্রম করে নিজেকে সেরা করেছেন, আর মেসি প্রকৃতির এক বিশেষ উপহার। তাকে সেরা হওয়ার জন্য আলাদা কিছু করতে হয় না।”
ডি মারিয়া রোনালদোর কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন,
“রোনালদো দিনের পর দিন জিম করেছেন, নিখুঁত ফিনিশিং আয়ত্ত করেছেন এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজের প্রতিভা গড়েছেন। অন্যদিকে মেসি সবসময়ই প্রাকৃতিক প্রতিভা দিয়ে খেলেন। তাকে দেখে মনে হয়, বন্ধুদের সঙ্গে খেলছেন। এখানেই তাদের মধ্যে বড় পার্থক্য।”
২০০৮ বেইজিং অলিম্পিকসে মেসির সঙ্গে স্বর্ণজয়ের স্মৃতিচারণ করে ডি মারিয়া বলেন,
“মেসির সঙ্গে অলিম্পিক ভাগাভাগি করা এবং তার আশেপাশে থাকা ছিল অসাধারণ। আমরা জাতীয় দলে একসঙ্গে ১৬ বছর খেলেছি। কিন্তু সবচেয়ে উপভোগ করেছি সেই অলিম্পিকের মুহূর্ত। এটা এমন কিছু যা বারবার ফিরে পেতে চাই।”
২০২৪ কোপা আমেরিকা দিয়েই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন ডি মারিয়া। দীর্ঘদিনের সতীর্থ মেসির সঙ্গে শিরোপা জিতে নিজের অধ্যায় শেষ করেছেন তিনি। যদিও তাকে নিয়ে গুঞ্জন উঠেছিল, তিনি মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন। তবে বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় নিজের সেরা ফর্মে রয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।