হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ: দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিচারকাজ থেকে বিরত থাকা হাইকোর্টের তিন বিচারপতি—বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক, ও বিচারপতি এ কে এম জহিরুল হক—পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়েছে,
“সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।”
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের এই তিন বিচারপতিকে প্রায় পাঁচ বছর ধরে বিচারকাজ থেকে বিরত রাখা হয়েছিল।
বিচার বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আদালতের অভ্যন্তরীণ তদন্তের অংশ হিসেবে তাদের বিচারের দায়িত্ব স্থগিত রাখা হয়েছিল। তদন্ত ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে।