শিরোনাম

শিক্ষার্থীদের কেন্দ্র করেই চলবে ছাত্রদলের রাজনীতি : নাছির উদ্দীন 

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

শিক্ষার্থীদের অংশীদারত্বে মেধাভিত্তিক ছাত্ররাজনীতির প্রতিশ্রুতি ছাত্রদলের

জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি শিক্ষার্থীদের মতামত ও অংশীদারত্বের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজবাড়ী সরকারি কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার বার্তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার সময় এ কথা জানান তিনি।

শিক্ষার্থীদের ম্যান্ডেটেই চলবে ছাত্রদল

নাছির উদ্দীন নাছির বলেন, “শিক্ষার্থীদের সিদ্ধান্ত এবং অংশীদারত্বের ভিত্তিতেই ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে কোনো রাজনীতি করবে না ছাত্রদল।” তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিকে আরও ইতিবাচক এবং কল্যাণমুখী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৩১ দফার প্রচার এবং শিক্ষার্থীদের মতামত

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, “মানুষ গত তিনটি নির্বাচনে তাদের মত প্রকাশের সুযোগ পায়নি। বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা ঘোষণা করেছেন। এসব দফা নিয়ে আমরা শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। কোনো মৌলিক বিষয়ে মতপার্থক্য থাকলে শিক্ষার্থীরা আমাদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে জানাতে পারবে।” তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের ১০০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

ছাত্রলীগ নিয়ে ছাত্রদলের অবস্থান

ছাত্রলীগের বিষয়ে তিনি বলেন, “ছাত্রদল কখনো ছাত্রলীগের মতো জোর-জবরদস্তি করে রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। যদি এমন অভিযোগ ওঠে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।” তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থে মেধাভিত্তিক ও অংশীদারিত্বপূর্ণ রাজনীতি চালু করতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।

ভবিষ্যতের ছাত্ররাজনীতি

নাছির উদ্দীন বলেন, “আমরা এমন এক ছাত্ররাজনীতি গড়ে তুলতে চাই, যা মেধা ও নৈতিকতার ভিত্তিতে পরিচালিত হবে। শিক্ষার্থীরা যেন পড়াশোনার পাশাপাশি সঠিক রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”

লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাজবাড়ী সরকারি কলেজে শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

উপস্থিত নেতৃবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান এবং সদস্য সচিব শাহীনুর রহমান প্রমুখ।

  • ৩১ দফা
  • ছাত্রদল
  • তারেক রহমান
  • নাছির উদ্দীন নাছির
  • মেধাভিত্তিক ছাত্ররাজনীতি
  • রাজনীতিতে অংশীদারত্ব
  • রাজবাড়ী সরকারি কলেজ
  • শিক্ষার্থীদের ম্যান্ডেট
  •