শিরোনাম

ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি : আয়াতোল্লাহ আলি খামেনি ও তার উপদেষ্টা আলি লারিজানি

গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের অতর্কিত হামলার পর পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি লারিজানি রোববার (২৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন বলে উল্লেখ করেছে ইরান ইন্টারন্যাশনাল।

তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লারিজানি জানান, ইরানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলে আঘাত হানার জন্য বিভিন্ন কৌশলগত পরিকল্পনা করছেন।

ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে। এর মধ্যে রোববার সংযুক্ত আরব আমিরাতে এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। ইসরায়েল দাবি করেছে, এই হত্যাকাণ্ডে ইরানের হাত রয়েছে।

এর প্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া সতর্কতা দেন। তার কিছুক্ষণ পরেই লারিজানি ইসরায়েলে হামলার পরিকল্পনার বিষয়টি জানান।

সাক্ষাৎকারে লারিজানি বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভর করছে। তিনি আরও বলেন, ইসরায়েল ছায়াযুদ্ধের পথ বেছে নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে।

এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসনকে আহ্বান জানান যে, তারা যেন ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের পরিবেশ তৈরি না করে।

  • usharbani
  • ইরান
  • ইসরায়েল
  • ঊষারবাণী
  •