শিরোনাম

স্ত্রী হত্যা মামলায় এসপি বাবুল আক্তারের জামিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি : এসপি বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেন বাবুল আক্তার। তবে ১৮ আগস্ট বিচারক সেই আবেদন নামঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দেওয়ার সময় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। সেসময় বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পায়। ২০২১ সালের ১২ মে পূর্বের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন নতুন করে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। ওইদিনই বাবুলকে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর বাবুলের আইনজীবীরা পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন করেন। আদালত ২০২১ সালের ৩ নভেম্বর নারাজি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে পিবিআই ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

২০২৩ সালের ১৩ মার্চ আদালত মামলার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটি নিয়ে দেশের আইন ও বিচার ব্যবস্থায় ব্যাপক আলোচনা তৈরি হয়।

  • usharbani
  • ঊষারবাণী
  • এসপি বাবুল আক্তার
  •