শিরোনাম

ট্রাম্পের এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : কাশ প্যাটেল

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ প্যাটেলকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দিতে আগ্রহী। বর্তমানে এ পদে থাকা ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে এই পদে কাশ প্যাটেলকে বসানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

রোববার (১ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, “কাশ একজন অসাধারণ আইনজীবী, দক্ষ তদন্তকারী এবং ‘আমেরিকা ফার্স্ট’ আদর্শের একজন যোদ্ধা। তিনি দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আমেরিকান জনগণের সুরক্ষায় নিবেদিতভাবে কাজ করেছেন।”

প্রথম মেয়াদে কাশ প্যাটেলের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় কাশ প্যাটেল জাতীয় নিরাপত্তা কাউন্সিলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

কাশ প্যাটেল এর আগে এফবিআইয়ের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভূমিকা পুনর্বিবেচনা করার এবং সংস্থার অভ্যন্তরে ট্রাম্পের নীতিমালার বিরোধিতা করা কর্মীদের অপসারণের আহ্বান জানান।

গত সেপ্টেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে কাশ প্যাটেল বলেন, “এফবিআইয়ের প্রধান সমস্যা হলো তারা শুধু গোয়েন্দাগিরিতে মনোযোগ দেয়। আমি এটি পরিবর্তন করতে চাই। আমি হুভার ভবন বন্ধ করে এটিকে একটি যাদুঘরে রূপান্তর করব।” তিনি আরও বলেন, “আমি এফবিআইয়ের কর্মীদের সারা দেশে মোতায়েন করব, যাতে তারা সরাসরি অপরাধীদের ধরতে কাজ করতে পারেন। তাদের পুলিশের মতো আচরণ করতে হবে।”

যদিও এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়ের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত রয়েছে, তবে ধারণা করা হচ্ছে, দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প তাকে সরিয়ে দেবেন।

কাশ প্যাটেলের জন্ম ১৯৮০ সালে নিউইয়র্কে। গার্ডেন সিটিতে বড় হওয়া কাশের পুরো নাম কাশ্যপ প্রমোদ প্যাটেল। তার বাবা-মা ছিলেন গুজরাটি, যারা প্রথমে কানাডায় বসবাস করতেন এবং পরে যুক্তরাষ্ট্রে চলে আসেন।

এর আগে ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান এবং চিকিৎসক জয় ভট্টাচার্যকে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ)-এর প্রধান হিসেবে মনোনীত করেছিলেন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন, এবং তার মনোনীতরা তখনই দায়িত্ব বুঝে নেবেন।

  • usharbani
  • ঊষারবাণী
  • এফবিআই
  • কাশ প্যাটেল
  • যুক্তরাষ্ট্র
  •