টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার নেপালকে হারিয়ে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ।
ব্যাটসম্যানরা বড় রান করতে না পারলেও বোলারদের দাপটে জয় নিশ্চিত হয়েছে। তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ সুপার এইটে খেলার সুযোগ পেয়েছে। আর্নস ভ্যালে স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০৬ রানের লক্ষ্য নিয়েও নেপালকে ২১ রানে হারিয়েছে টাইগাররা।
নেপালের টপ অর্ডার ধসিয়ে দেওয়া তানজিমের কৃতিত্ব। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাকে দিয়ে ৪ ওভারের টানা স্পেল করান। তানজিম ২ মেডেনসহ ৭ রান দিয়ে ৪ উইকেট নেন।
প্রথম দুই ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে তানজিমের জোড়া আঘাতে কুশল ভুর্তল ও অনিল শাহ ফিরে যান। চতুর্থ ওভারে তাসকিন খরচা হলেও পঞ্চম ওভারে তানজিম নেপালের অধিনায়ক রোহিত পৌড়েলকে আউট করেন।
পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজুর রহমান আসিফ শেখকে আউট করেন। তানজিম তার শেষ ওভারে সন্দ্বীপ জরাকে আউট করে আরও এক উইকেট নেন।
নেপালের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মল্লা ও দীপেন্দ্র সিং ঐরী। তারা পঞ্চম উইকেটে ৫২ রানের জুটি গড়েন। তবে ১৭তম ওভারে শান্ত মল্লার (২৭) ক্যাচ ধরেন। পরের ওভারে তাসকিন গুলশান ঝাকে আউট করেন।
১৯তম ওভারে মোস্তাফিজ কোনো রান না দিয়ে দীপেন্দ্রর (২৫) উইকেট নেন। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দিয়ে ২ উইকেট নেন বাঁহাতি পেসার মোস্তাফিজ। শেষ ওভারে সাকিব প্রথম দুই বলেই দুই উইকেট নিয়ে নেপালের ইনিংস ৮৫ রানে শেষ করেন।