শিরোনাম

দেড় দশক পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজকে দুইশ রানের নিচে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। দারুণ ঘুরে দাঁড়িয়ে জ্যামাইকা টেস্টে জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে সমতা আনল টাইগাররা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কিংস্টনের স্যাবাইনা পার্কে ম্যাচের চতুর্থ দিনের শেষ সেশনে ১০১ রানের ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এর ফলে দীর্ঘ ১৫ বছর ৪ মাস ১৭ দিন পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মধ্যাহ্ন বিরতির আগে ২৬৮ রান তোলে, যা তাদের মোট লিড দাঁড় করায় ২৮৭ রানে। ১৮ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে বড় লক্ষ্য দাঁড়ায়। তবে তাইজুল ইসলামের দুর্দান্ত স্পিনে ক্যারিবীয়রা দুই সেশনের মধ্যেই গুটিয়ে যায় মাত্র ১৮৫ রানে।

এর আগে ২০০৯ সালে, তারকাহীন ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে হোয়াইটওয়াশ করেছিল। তবে এবার পূর্ণ শক্তির ক্যারিবীয়দের হারিয়ে ১৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল টাইগাররা। একই সঙ্গে সিরিজটি ১-১ ব্যবধানে ড্র করে সফরকারীরা।

ম্যাচের নায়ক তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে মাত্র ৫০ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন। টেস্ট ক্যারিয়ারে এটি ছিল তার ১৫তম ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি। পুরো ম্যাচে তিনি ৭৪ রানের বিনিময়ে মোট ৬ উইকেট তুলে নেন।

সিরিজসেরার পুরস্কার যৌথভাবে জিতেছেন বাংলাদেশের তাসকিন আহমেদ ও ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস। টেস্ট অধিনায়ক হিসেবে এটি ছিল মেহেদী হাসান মিরাজের প্রথম জয়, যা তার নেতৃত্বে দলকে আরও অনুপ্রাণিত করবে।

  • usharbani
  • ঊষারবাণী
  • ওয়েস্ট ইন্ডিজ
  • বাংলাদেশ ক্রিকেট
  •