চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করার পর এবার লিগে পেনাল্টি মিস করলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ এবার অ্যাথলেটিক ক্লাবের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে।
অ্যাথলেটিক ক্লাব ঘরের মাঠে শক্তিশালী খেলা প্রদর্শন করলেও প্রথমার্ধে কোন গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে স্ট্রাইকার অ্যালেজান্দার রেমিরোর গোলের মাধ্যমে তারা লিড নেয়। ৬৮ মিনিটে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায়। বিলবাও গোলরক্ষক আগিরিজাবালাগা রিয়াল ডিফেন্ডার রুডিগারকে পাঞ্চ করার পর পেনাল্টির সুযোগ তৈরি হয়, কিন্তু এমবাপ্পে তা মিস করেন।
৭৮ মিনিটে জুড বেলিংহাম দারুণভাবে গোল করে রিয়ালকে সমতায় ফেরান। যদিও রিয়াল মাদ্রিদ বরাবরের মতো একটি দারুণ কামব্যাক প্রদর্শন করার পর, একেবারে কিছু সময় পরেই গোল খেয়ে বসে। ৮০ মিনিটে অ্যাথলেটিকের গোর্কো গুরুজেতা গোল করেন এবং রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেন।
রিয়াল মিডফিল্ডার ফেদে ভালভার্দের একটি ভুলের কারণে দলটি এই ম্যাচে হারে, এবং মাঠে কাঁদতে দেখা যায় উরুগুইয়ান এই মিডফিল্ডারকে। অ্যাথলেটিক ক্লাবের জন্য এটি একটি ঐতিহাসিক জয়, কারণ তারা ২০১৫ সালের ৭ মার্চের পর রিয়ালের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেল। এই জয়ের সঙ্গে তারা ১৮ ম্যাচ পর রিয়াল মাদ্রিদকে হারিয়েছে।