শিরোনাম

এবি ব্যাংকের এমডির পদত্যাগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

এবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তারিক আফজাল কানাডা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ই-মেইলের মাধ্যমে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদকে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগের তথ্য:
রোববার (৮ ডিসেম্বর) এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি নাম প্রকাশ করতে চাননি, জানান, দীর্ঘ ছুটির পর ওই দিন তারিক আফজালের অফিসে যোগ দেওয়ার কথা ছিল। তবে তিনি যোগদান না করে শারীরিক সমস্যার কারণ উল্লেখ করে পদত্যাগপত্র পাঠান।

কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণ:
তারিক আফজাল ২০১৮ সালে এবি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেন। পরে ২০১৯ সালের ৮ জুলাই তিনি প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে এমডি ও অন্যান্য উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

  • এবি ব্যাংক
  •