আইসিসি যখন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানকে নির্বাচন করে, তখন থেকেই প্রশ্ন উঠেছিল, ‘ভারত কি পাকিস্তানে গিয়ে খেলবে?’ সেই প্রশ্ন এখন আরও গভীর হয়ে দাঁড়িয়েছে, ‘পাকিস্তানে আদৌ হবে কি এই টুর্নামেন্ট?’ আট দলের এই প্রতিযোগিতা এককভাবে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে খেলোয়াড় পাঠাবে না। বিষয়টি এখনো কোনো আনুষ্ঠানিক সমাধানে পৌঁছায়নি।
এরই মাঝে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা আজ ঢাকায় আসছে। বিসিবি জানিয়েছে, দুপুর নাগাদ ট্রফিটি ঢাকায় পৌঁছাবে। ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম ও কক্সবাজার সমুদ্রসৈকতে শিরোপাটি প্রদর্শিত হবে। এ সময় সাধারণ মানুষ ট্রফিটি সরাসরি দেখার সুযোগ পাবেন।
চ্যাম্পিয়নস ট্রফিকে আরও আকর্ষণীয় করে তুলতে আইসিসি ‘ট্রফি ভ্রমণ’ আয়োজন করেছে। এই উদ্যোগে সহযোগিতা করছে দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। আইসিসি ইতোমধ্যে জানিয়েছে, ট্রফি কোথায়, কখন এবং কত দিন প্রদর্শিত হবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে শুরু হয়েছে ট্রফির ভ্রমণ। ১৭ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে প্রদর্শিত হয় এটি। এরপর বাকি সাত দলের দেশে ঘুরে আবার পাকিস্তানে ফিরে যাবে ট্রফি। সূচি অনুযায়ী আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছাবে তিন কেজি ওজনের এই চ্যাম্পিয়নস ট্রফি।