ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের প্রাণহানি হয়েছে। এর ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪৫ হাজারে দাঁড়িয়েছে। পাশাপাশি আহত হয়েছে লক্ষাধিক মানুষ।
সোমবার (৯ ডিসেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা গেছে, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৪৪ হাজার ৭৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬ হাজার ১৩৪ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন, যাদের উদ্ধারকাজ চালানো সম্ভব হচ্ছে না।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, ইসরায়েল এখনো হামলা অব্যাহত রেখেছে।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে।
ইসরায়েলের আগ্রাসনে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে অবরুদ্ধ এই ভূখণ্ডের জনগণ।
গাজার ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।