চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১১ ডিসেম্বর) রাতে ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে একাধিক রোমাঞ্চকর ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দারুণ লড়াইয়ের পর জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে, আরেক উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছে ইতালির শক্তিশালী ক্লাব জুভেন্টাস। এছাড়া জয়ের ধারায় থেকেছে আর্সেনাল এবং এসি মিলান।
### বরুসিয়া ডর্টমুন্ড ২-৩ বার্সেলোনা
সিগন্যাল ইদুনা পার্কে ডর্টমুন্ডের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই বার্সা দুটি ভালো সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু আক্রমণ শানিয়েও গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ওলমোর চমৎকার থ্রু পাস ধরে রাফিনিয়া গোল করে বার্সাকে এগিয়ে দেন। তবে ডর্টমুন্ডও দ্রুতই ম্যাচে ফিরেছে। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান সেরহো গুইরাসি। ৭১ মিনিটে বদলি হিসেবে নামেন ফেরান তোরেস, যিনি মাঠে নেমে ৪ মিনিটের মধ্যেই গোল করে বার্সাকে আবার লিড এনে দেন।
৭৮তম মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন গুইরাসি, ফলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। তবে শেষের দিকে ৮৫তম মিনিটে ইয়ামালের পাস থেকে দারুণ শটে গোল করেন তোরেস, যা বার্সাকে ৩-২ ব্যবধানে জয় এনে দেয়। এই জয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠেছে বার্সেলোনা।
### জুভেন্টাস ২-০ ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার সিটির খারাপ ফর্ম চলমান থাকায় চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ ব্যবধানে হার মানতে হয়েছে তাদের। তুরিনে স্বাগতিক জুভেন্টাস ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল প্রদর্শন করে।
৫৩তম মিনিটে কেনান ইলদিজের ক্রস থেকে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে গোল করেন দুসান ভ্লাহোভিচ। এরপর ৭৫তম মিনিটে বদলি খেলোয়াড় ওয়েস্টন ম্যাকেনি চোখধাঁধানো এক ভলিতে জুভেন্টাসের দ্বিতীয় গোলটি করেন। বল দখলে এগিয়ে থাকা সিটি ম্যাচে আর ফিরতে পারেনি।
এই জয়ে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে জুভেন্টাস। অন্যদিকে, ম্যানচেস্টার সিটি সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ২২তম স্থানে। পরবর্তী রাউন্ডে উঠতে হলে সিটিকে ২৪-এ অবস্থান নিশ্চিত করতে হবে।
### অন্যান্য ম্যাচের ফলাফল
– **আর্সেনাল ৩-০ মোনাকো:** ফরাসি ক্লাব মোনাকোকে বিধ্বস্ত করেছে আর্সেনাল।
– **এসি মিলান ২-১ ক্রভেনা জেভেজদা:** ক্রভেনা জেভেজদার বিপক্ষে লড়াইয়ে জয় তুলে নিয়েছে এসি মিলান।
– **বেনফিকা ০-০ বলোগনা:** গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি।
– **ফেইনুর্ড ৪-২ স্পার্টা প্রাহা:** ফেইনুর্ড দাপটের সঙ্গে জয় পেয়েছে।
– **স্টুটগার্ট ৫-১ ইয়ং বয়েজ:** বিশাল জয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে স্টুটগার্ট।
– **অ্যাতলেটিকো মাদ্রিদ ৩-১ স্লোভান:** দারুণ জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাব আতলেটিকো মাদ্রিদ।
– **লিল ৩-২ স্টর্ম:** লিলের জয়ে জমজমাট ছিল এই ম্যাচ।