গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। এই ঘটনা ঘটে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজন হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৭০) এবং অন্যজন ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বাসিন্দা বেলাল (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ইজতেমা ময়দানের দখল নিয়ে সাদপন্থী ও যোবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান এবং ১১ জন আহত হন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।