শিরোনাম

বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দুই দালাল আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ।

আটক দালালদের পরিচয় ও শাস্তি

আটককৃতরা হলেন হাসানুর রহমান (তারাগঞ্জ উপজেলার মৃত মোসলেম উদ্দিনের ছেলে) এবং দেলোয়ার হোসেন (রংপুর নগরীর লালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে তারা কারাদণ্ড এড়াতে সক্ষম হন।

দালাল চক্রের অপতৎপরতা ও অভিযানের প্রেক্ষাপট

দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ সাংবাদিকদের জানান, বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে বেশি অর্থ আদায় করা হচ্ছিল। অভিযোগ ছিল, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয় এবং পরে দালালদের মাধ্যমে ১০-২০ হাজার টাকা দিলে কাজ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা সকালে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে সেবা প্রার্থীদের সঙ্গে দালালদের কথোপকথন পর্যবেক্ষণ করি। প্রমাণ পাওয়ার পর হাসানুর রহমান ও দেলোয়ার হোসেনকে আটক করি এবং তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করি।”

অফিসের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে

দুদক আরও জানায়, আটক ব্যক্তিরা সরাসরি বিআরটিএ কার্যালয়ের সঙ্গে যুক্ত নয়। তারা কেউ চায়ের দোকানদার আবার কেউ অফিসের আশপাশে ঘোরাঘুরি করত। তবে দালালদের এই চক্রে অফিসের কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • দুদক
  • বিআরটি
  •