বাংলাদেশে ইসলামি চরমপন্থা ফিরে আসার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম ধর্মীয় বিষয়গুলোতে পক্ষপাতহীন মনোভাব ধারণ করে এবং তারা নতুন বাংলাদেশ গড়তে উদ্যমী।
ইকোনমিস্টের বর্ষসেরা দেশ: বাংলাদেশের নতুন সাফল্যের গল্প
২০২৪ সালে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে “বর্ষসেরা দেশ” হিসেবে ঘোষণা করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি বা সুখী দেশের তালিকার ভিত্তিতে নয়, বরং গত ১২ মাসে দেশের সামগ্রিক অগ্রগতি বিবেচনায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং নতুন পথচলা শুরু করাকে এই পুরস্কারের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের এই সাফল্যের প্রেক্ষাপটে দ্য ইকোনমিস্ট-এর বিদেশবিষয়ক সম্পাদক প্যাট্রিক ফোলিস ড. মুহাম্মদ ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারটি সম্প্রতি ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বাংলাদেশের সাফল্যে তরুণদের অবদান
প্যাট্রিক ফোলিসের প্রথম প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, “বাংলাদেশকে বর্ষসেরা দেশের স্বীকৃতি দেওয়া আমাদের জন্য আনন্দের ও গর্বের বিষয়। আমরা সত্যিই একটি বড় পরিবর্তন আনতে পেরেছি। এই অভ্যুত্থান পুরোপুরি ছাত্র-জনতার কারণেই সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য এখন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা।”
তরুণদের উদ্যম ও সম্ভাবনার বিষয়ে ড. ইউনূস বলেন, “বাংলাদেশের তরুণ প্রজন্ম অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমী। তারা ধর্মীয় বিষয়গুলোতে পক্ষপাতহীন এবং দেশকে একটি নতুন পথে এগিয়ে নিতে চায়। সাম্প্রতিক অভ্যুত্থান তার বড় প্রমাণ। এই তরুণরা দেশের পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে তরুণীদের ভূমিকা ছিল অসাধারণ। তারা সামনের সারিতে থেকে কাজ করেছে। আমাদের উচিত তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করা।”
তিনি আরও জানান, অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ বর্তমানে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তাঁরা অসাধারণভাবে কাজ করছেন। ড. ইউনূস বলেন, “তারা পুরোনো ধাঁচের কেউ নন, তারা এই শতাব্দীর প্রতিনিধি।”
ইসলামি চরমপন্থার ঝুঁকি সম্পর্কে মতামত
বাংলাদেশে ইসলামি চরমপন্থার ফিরে আসার ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এমন কিছু ঘটার সম্ভাবনা নেই। তরুণরা ধর্মের বিষয়ে পক্ষপাতহীন এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যুত্থান প্রমাণ করে তরুণ প্রজন্মের শক্তি কতটা গুরুত্বপূর্ণ। “আমাদের উচিত তরুণ-তরুণীদের স্বপ্ন পূরণের জন্য সহায়তা করা।”
অন্তর্বর্তী দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা
জাতীয় নির্বাচনের পর নিজের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে ড. ইউনূস বলেন, “আমাকে আমার কাজ থেকে সরিয়ে এনে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আমার আগের কাজ উপভোগ করছিলাম এবং তাতে ফিরে যেতে চাই।”